অন্ধকারে হারিয়ে যায় দিন
তোমার স্মৃতি বুকে নিয়ে
তোমার চোখের সুধা ভরা রাত
আজও মনে পড়ে
তুমি ছিলে হৃদয়ের আলো
তোমার ছাড়া সব কিছু শূন্য
তোমার ছোঁয়া পেতে চাই
তোমার প্রেমে হারিয়ে যেতে চাই
তুমি গেলে নিয়ে সব সুখ
তোমার ছাড়া কাটছে না দিন
তোমার হাসি, তোমার কথা
সব কিছু আজ শুধুই স্মৃতি
কেন এমন হলো, কেন তুমি দূরে
তোমার জন্য মন যে কাঁদে
তোমায় ছাড়া একলা এই পথ
তোমার ছোঁয়া খুঁজে ফেরে
তোমার সাথে কাটানো সেই দিন
স্বপ্নের মতো মনে হয়
তোমার স্নিগ্ধ হাসির রং
আজও মনে গেঁথে রয়
তুমি ছিলে আমার সব কিছু
তোমার জন্য জীবন ছিল রঙিন
তোমার ছাড়া হৃদয় ভেঙে গেছে
তোমার স্মৃতি শুধু রয়ে গেছে
অশ্রু ভেজা রাতের আকাশ
তোমার নামেই ডাকে
তোমার ছোঁয়া, তোমার কথা
মন যে আজও খোঁজে
তোমার প্রেমে ছিল হৃদয়ের সুর
তোমার ছাড়া জীবনটা মলিন
তোমার জন্য কাঁদে প্রতিটি দিন
তোমায় ছাড়া সব কিছু শূন্য
ফিরে এসো, হৃদয়ের কাছে
তোমার ছাড়া জীবন যে বেদনা
তোমার ছোঁয়ায় আবার
মনটা ভরে উঠুক ভালোবাসায়
