তোমার চোখের মাঝে খুঁজে পাই
আকাশ ভরা তারার আলো
তোমার হাসির মাঝে হারিয়ে যাই
স্বপ্নে ভরা হৃদয় ছোঁয়
তোমায় নিয়ে জেগে থাকা রাত
প্রেমের গল্প শুনাই পাখি
তোমায় ছাড়া ভাবতে পারি না
মন যে শুধু তোমার পথে হাঁটে
তুমি আছো হৃদয়ের মাঝে
তোমায় ছাড়া জীবন বৃথা লাগে
তুমি ছাড়া আর কিছু চাই না
তোমায় ভালোবাসা শুধু চায় না
তোমার কথা ভেবে কাটে দিন
তোমার ছোঁয়া মনে ভাসে প্রতিদিন
তুমি আমার সুখের একমাত্র ছোঁয়া
তোমার প্রেমে জীবনটা রঙিন হয়
তোমার চোখে দেখি স্বপ্নের রং
তোমার প্রেমে হৃদয় আমার নাচে
তোমার কথা ভেবে ভরে মন
তোমার ভালোবাসায় জীবনটা গান গায়
তুমি আমার প্রথম প্রেমের গল্প
তুমি আছো মন জুড়ে
তোমার জন্য আমার এই গান
তোমার প্রেমে হৃদয় সুরে ভরে
